জাদেজাকে পেছনে ফেলে সাকিবের আরো কাছে তাইজুল

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ at ১১:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টেস্টে বল হাতে আগুন ঝরালেন তাইজুল ইসলাম। তার ঘুর্ণিতে মুলত প্রথশ দিনের লাগাম বাংলাদেশের হাতে। জিম্বাবুয়ের শেষ ভরসা হয়ে থাকা ওয়েলচকে ফিরিয়ে ৫ উইকেট পুরন করেন তাইজুল। টেস্ট ক্রিকেটে এই নিয়ে ইনিংসে ১৬ বার পাঁচ উইকেট নিলেন তাইজুল। এই তালিকায় এখন তিনি বাঁহাতি স্পিনারদের মধ্যে টেস্ট ইতিহাসে পঞ্চম। পেছনে ফেললেন ভারতের রবীন্দ্র জাদেজাকে। ৮০ টেস্ট খেলে ১৫ বার পাঁচ উইকেট নিয়েছেন ভারতের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। বাংলাদেশের স্পিনার তাকে পেছনে ফেললেন ৫৩ টেস্ট খেলেই। তাইজুলের ঠিক ওপরে আছেন ডেরেক আন্ডারউড। সর্বকালের সেরা বাঁহাতি স্পিনারদের একজন বলে বিবেচিত ইংলিশ কিংবদন্তি ৮৬ টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন ১৭ বার। তাইজুলের ভাবনায় আপাতত থাকতে পারে সাকিব আল হাসানকে স্পর্শ করে। ৭১ টেস্ট খেলে ১৯বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। সাকিবের চেয়ে একটু ওপরে ড্যানিয়েল ভেটোরি। নিউজিল্যান্ডের গ্রেট ২০ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১১৩ টেস্ট খেলে। রাঙ্গানা হেরাথ অবশ্য সবার আপাতত ধরাছোঁয়ার বাইরে। ৯৩ টেস্ট খেলে ৩৪ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন লঙ্কান গ্রেট ও বাংলাদেশের সাবেক স্পিন বোলিং কোচ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের কীর্তিতেও সাকিবের আরেকটু কাছে এগিয়েছেন তাইজুল। ২৪৬ উইকেট নিয়ে থমকে আছে সাকিবের ক্যারিয়ার। তাইজুলের শিকার এখন ২২৪টি। বাঁহাতি স্পিনে টেস্ট ইতিহাসের ষষ্ঠ ও সপ্তম সফলত বোলার এই দুজন। ৪৩৩ উইকেট নিয়ে এখানেও অনেক এগিয়ে হেরাথ।

পূর্ববর্তী নিবন্ধপাঠানটুলী ও আনোয়ারা ফুটবল একাডেমির জয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দামুয়া পুকুর থেকে অজ্ঞাত প্রতিবন্ধীর লাশ উদ্ধার