বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত ৩২ তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা গতকাল শেষ হয়েছে। গ্রুপ পর্বে শেষে অন্য সাতটি দলের পাশাপাশি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। এছাড়া বাকি যে সাতটি দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সে সব দলগুলো হচ্ছে বর্ডারগার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, চাপাইনবাবগঞ্জ জেলা, কুষ্টিয়া জেলা, বান্দরবান জেলা এবং ঢাকা জেলা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম জেলা দল ২৮-১৭ গোলে নড়াইল জেলা দলকে পরাজিত করে শেষ আটে খেলা নিশ্চিত করে। আজ সেমিফাইনালে যাওয়ার পথে চট্টগ্রাম জেলা দল মুখোমুখি হবে চাপাইনবাবগঞ্জ জেলা দলের।
এদিকে গতকাল গ্রুপ পর্বের ম্যাচে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা অন্যান্য দল গুলোর মধ্যে জামালপুর জেলা দল ২৫-২১ গোলে রাজশাহী জেলা দলকে পরাজিত করে। এছাড়া নড়াইল জেলা দল ২৬-১৪ গোলে লালমনিরহাট জেলা দলকে, ময়মনসিংহ জেলা ২৯-১০ গোলে ফেনী জেলা দলকে, পঞ্চগড় ২৮-৬ গোলে ঠাকুরগাঁও জেলা দলকে, গোপালগঞ্জ জেলা ৩০-১১ গোলে দিনা্জপুর জেলা দলকে, বর্ডারগার্ড বাংলাদেশ ৪৪-১২ গোলে পটুয়াখালী জেলা দলকে, বাংলাদেশ পুলিশ দল ৪৪-১৬ গোলে ফরিদপুর জেলা দলকে, বাংলাদেশ আনসার দল ৪০-১৩ গোলে রাজশাহী জেলা দলকে, চাপাইনবাবগঞ্জ জেলা দল ৩১-১৮ গোলে যশোহর জেলা দলকে, বান্দরবান জেলা দল ৩১-১৮ গোলে ময়মনসিংহ জেলা দলকে, কুষ্টিয়া জেলা দল ৩৬-৩৪ গোলে গোপালগঞ্জ জেলা দলকে এবং ঢাকা জেলা দল ৩০-২৭ গোলে পঞ্চগড় জেলা দলকে পরাজিত করে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করে। আজ প্রতিযোগিতার আটটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।