চিটাগাং ক্লাবে বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন এর যৌথ ব্যবস্থাপনায় ৬ষ্ঠ এমএন গ্রুপ সিসিএল জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৮ সেপ্টেম্বর সম্পন্ন হয়। ফাইনাল খেলায় কিউ স্পোর্টস হাবকে ৩-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার (বিবিসি)। খেলায় হাইয়েস্ট ব্রাক অর্জন করেন কিউ স্পোর্টস হাব এর আসিফ ইমরান। সিসিএল হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৃষ্ঠপোষক এম এন গ্রুপের এমডি মঈনুদ্দিন আহমেদ মিন্টু এবং চিফ হোস্ট হিসেবে বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিএল স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ সৈয়দ আরশাদুল হক। অনুষ্ঠানে জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা,অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মো. আজিজুল হাকিম, মাহাবুবুল কবির খান (শান্তুনু), সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু) এবং এস এম শফিউল আজম এবং টুর্নামেন্ট ডাইরেক্টর নুর উদ্দিন জাবেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাফি বিন রিয়াজ। উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপে ২৪ টি টিমের ৭২ জন খেলোয়াড় অংশ নেন।