চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত ৩৭তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের অরো ২০ টি খেলা নিষ্পত্তি হয়েছে। খেলায় সিলনেট এর আরাফাত ৩–১ গেমে অক্সি এর সাকিব আজাদকে, স্পোর্টস এক্স এর রাফিজ ৩–০ গেমে বিসিএ এর জামশেদকে, সিপিএস এর পিয়াল ৩–২ গেমে বিসিএ এর আরিয়ান আনোয়ারকে, সিপিএস এর ইমরান ৩–২ গেমে বিসিএ এর জাহেদকে, স্পোর্টস এক্স এর আল আমিন ৩–০ গেমে ক্যাথলিক এর শানকে, বিবিসি এর আসিফ ইমরান ৩–১ গেমে স্পোর্টস এক্স এর অমরজিতকে, বিসিএ এর মাসফিক ৩–০ গেমে সিসিএল এর শরিফ চৌধুরীকে, ডিসিএল এর তানিম ৩–০ গেমে সিসিএল এর ফাহাদকে, সিসিসিএল এর শাকের ৩–০ গেমে বিসিএ এর ফাহাদ বিন হককে, বিবিসি এর আসিফ মাহমুদ ৩–০ গেমে স্পোর্টস এক্স এর সাকিব সরকারকে, বিসিএ এর রিয়াদ বিন আলম ৩–২ গেমে সিসিএল এর মাহতাবকে, বিসিএ এর নাফিউল ৩–০ গেমে বিসিএ এর নুরুল আফছার পিয়ালকে, বিবিসি এর শুভ ৩–১ গেমে সিপিএস এর আশরাফিকে, এনসিএল এর দীপন ৩–০ গেমে সিসিএল এর মাহমুদকে, বিসিএ এর নাজমুল ৩–১ গেমে গেমে সিসিএল এর রাজ শাহাবুদ্দিনকে, বিসিএ এর খালেদ ৩–০ গেমে অক্সি এর তোফায়েলকে, অক্সির এর মাঈদুর ৩–০ গেমে বিসিএ এর রিপবকে, বিসিএ এর আসিফ আনোয়ার ৩–১ গেমে সিলনেট এর নাসিফকে এবং জিসিএল এর আলতাফ ৩–০ গেমে বিসিএ এর আরেফিন আনোয়ারকে পরাজিত করে।












