দ্বিতীয় ঊর্মি গ্রুপ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে উন্মুক্ত মেম্বার গ্রুপে চট্টগ্রাম ক্লাবের পক্ষে চ্যাম্পিয়ন হয়েছেন এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম। ফাইনালে তিনি ৩/২ সেটে জয়লাভ করেন। পাঁচ দিনব্যাপী উক্ত প্রতিযোগিতা গত ৩ সেপ্টেম্বর শুরু হয়। গুলশান ক্লাবে গত ৮ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ছয়টি গ্রুপের এই প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, চাপাইনবাবগঞ্জ, রাজশাহী ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ১৪টি ক্লাবের ১২০ জন খেলোয়াড় চূড়ান্ত রাউন্ডে অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভপতি মেজর তানিম হাসান (অবঃ)। বিজয়ী খেলোয়াড়দের প্রাইজমানি, ট্রফি ও খেলার সামগ্রী প্রদান করা হয়।