জাতীয় সিতোরিউ কারাতে প্রতিযোগিতায় ক্রিয়েটিভ কারাতে জোনের শিক্ষার্থীরা ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১৪টি পদক অর্জন করে। সেনসি মো. ইসহাকের তত্ত্বাবধানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সৈয়দা জান্নাতুন, আরিফ ইসলাম, আয়ুব আলী সিদ্দিকী স্বর্ণ, বাহাউদ্দীন সোহাগ স্বর্ণ, আরমান স্বর্ণ পদক লাভ করে। সুখী, ইয়াকুব, সাইমন রৌপ্যপদক লাভ করে। আদিবা, সাদাত, সাওয়াব, রাহী তাম্রপদক অর্জন করে।












