জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন আয়োজিত জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার প্রথম দিনে দুটি পদক জিতেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। যার একটি স্বর্ণ পদক এবং আরেকটি ব্রোঞ্জ পদক। প্রতিযোগিতা প্রথম দিনে ছেলেদের ৩০ কিলোমিটার ইনডিভিজুয়াল রোডরেসে প্রথম হয়েছে চট্টগ্রাম জেলা দলের রাকিবুল ইসলাম। অপরদিকে মেয়েদের ২০ কিলোমিটার ইনডিভিজুয়াল রোড রেসে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জিতেছেন চট্টগ্রাম জেলা দলের প্রতিযোগী শিউলি শবনম। আজ আরো একটি ইভেন্টে অংশগ্রহণ করবে চট্টগ্রাম জেলা দল।

পূর্ববর্তী নিবন্ধবাস্কেটবল লীগের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন ওপিএ শুরু হয়েছে পুরুষ বিভাগের খেলাও
পরবর্তী নিবন্ধবিজয় দিবস অনূর্ধ্ব -১৫ ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স চ্যাম্পিয়ন