জাতীয় সাঁতারের শেষ দিনে সুইমিংপুলে আধিপত্য করলেন কাজল মিয়া, দুটি রেকর্ডও গড়লেন তিনি। কিন্তু সেরা সাঁতারু হওয়ার দৌড়ে সামিউল ইসলাম রাফিকে চ্যালেঞ্জ জানাতে পারেননি। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে আগেই সাতটি রেকর্ড গড়া রাফি হয়েছেন ছেলেদের মধ্যে সেরা সাঁতারু। এবারের জাতীয় সাঁতারে মেয়েদের মধ্যে সেরা রোমানা আক্তার; তিনটি রেকর্ডসহ ৫টি সোনা ও ৩টি রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। ৩৫টি সোনা, ২৩টি রুপা ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক জিতে দলগত সেরা বাংলাদেশ নৌবাহিনী। ১০টি সোনা, ২১টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় হওয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পেয়েছে ৪টি সোনা, ৫টি রুপা ও ৯টি ব্রোঞ্জ। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার শেষ দিনে ৯ ইভেন্টের পাঁচটিতে রেকর্ড হয়েছে। সব মিলিয়ে এবার ২০টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা।












