জাতীয় সাঁতারে সেরা রাফি-রোমানা

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

জাতীয় সাঁতারের শেষ দিনে সুইমিংপুলে আধিপত্য করলেন কাজল মিয়া, দুটি রেকর্ডও গড়লেন তিনি। কিন্তু সেরা সাঁতারু হওয়ার দৌড়ে সামিউল ইসলাম রাফিকে চ্যালেঞ্জ জানাতে পারেননি। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে আগেই সাতটি রেকর্ড গড়া রাফি হয়েছেন ছেলেদের মধ্যে সেরা সাঁতারু। এবারের জাতীয় সাঁতারে মেয়েদের মধ্যে সেরা রোমানা আক্তার; তিনটি রেকর্ডসহ ৫টি সোনা ও ৩টি রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাঁতারু। ৩৫টি সোনা, ২৩টি রুপা ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৬৯টি পদক জিতে দলগত সেরা বাংলাদেশ নৌবাহিনী। ১০টি সোনা, ২১টি রুপা ও ২৯টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় বাংলাদেশ সেনাবাহিনী। তৃতীয় হওয়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পেয়েছে ৪টি সোনা, ৫টি রুপা ও ৯টি ব্রোঞ্জ। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বৃহস্পতিবার শেষ দিনে ৯ ইভেন্টের পাঁচটিতে রেকর্ড হয়েছে। সব মিলিয়ে এবার ২০টি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন সাঁতারুরা।

পূর্ববর্তী নিবন্ধ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধবয়স ভিত্তিক ক্রিকেট খেলোয়াড়দের মেডিকেল ফরম জমা দেয়া প্রসঙ্গে