সারাদেশের ন্যায় চট্টগ্রামেও আগামী ১ নভেম্বর (শনিবার) ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হবে। এবারের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ নির্ধারণ করা হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সমবায় কার্যালয়, জেলা সমবায় কার্যালয় ও নগরীর সমবায়ীদের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১নভেম্বর সকাল সাড়ে ৯টায় শিশু একাডেমিতে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হবে।
পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম, বীর প্রতীক।












