জাতীয় সমবায় দিবস আজ

আজাদী ডেস্ক | শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

৫৪তম জাতীয় সমবায় দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘ সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়।’ বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পত্রে জানানো হয়েছে, দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে ‘জাতীয় সমবায় পুরস্কার২০২৪’ প্রদান ও জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকার আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠেয় জাতীয় সমবায় দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে দেওয়া প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।

বিভাগীয় সমবায় কার্যালয়, চট্টগ্রামের উদ্যোগে শিশু একাডেমিতে অনুণ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। বিশেষ অতিথি থাকবেনচট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করবেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মোহাম্মদ দুলাল মিঞা।

পূর্ববর্তী নিবন্ধসমাজ থেকে কুসংস্কার ও অসংগতি দূর করতে যুব সমাজের ভূমিকা অগ্রণী
পরবর্তী নিবন্ধখানখানাবাদ সাগর উপকূলে অজ্ঞাত ব্যক্তির লাশ