আগামী ৭ নভেম্বর জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-৭ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে ৪৯তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করা হবে। জাতীয় সমবায় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান এ এম এম সাহাবুদ্দীন আহমেদ। সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম-নিবন্ধক আশীষ কুমার বড়ুয়া অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।