জাতীয় শোক দিবস পালনে নানা কর্মসূচি

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সম্মিলিত উদ্যোগ

| মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সম্মিলিত উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছেবিকেলে সাড়ে ৩টায় বঙ্গবন্ধু নিবেদিত শিশু কিশোর চিত্রাঙ্কন, কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। অতিথি থাকবেন নারীনেত্রী দিলারা ইউসুফ, নারীনেত্রী লুবনা হারুন, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য, মুক্তিযোদ্ধার সন্তান দীপংকর চৌধুরী কাজল, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী। বিকেল ৫টায় আলোচনা সভা ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, মুখ্য আলোচক থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আলোচক থাকবেন রাজনীতিবিদ এম.. সালাম, রাজনীতিবিদ আ জ ম নাছির উদ্দিন, রাজনীতিবিদ মোতাহেরুল ইসলাম চৌধুরী, রাজনীতিবিদ এস এম আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষণ মোহাম্মদ সামশুদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড. মো: সেকান্দর চৌধুরী। সন্ধ্যা ৭টায় খাদ্য বিতরণ অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের পক্ষে বনানী কবরস্থানে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধরৌফাবাদ থেকে একাধিক মামলার পলাতক আসামি গ্রেপ্তার