জাতীয় শোক দিবস উপলক্ষে চবি শিক্ষক সমিতির সেমিনার

| সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির উদ্যোগে ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : বর্তমান বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতারের সভাপতিত্বে সেমিনারে নির্ধারিত আলোচক ছিলেন চবি লোক প্রশাসন বিভাগের প্রফেসর মো. রুহুল আমিন ও চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী। চবি শিক্ষক সমিতির সহ-সভাপতি এবং সেমিনার উপ কমিটির আহবায়ক প্রফেসর আবদুল হকের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ।
এ সময় সেলিনা হোসেনের স্বামী বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চবি শিক্ষক সমিতির সদস্যবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকতাই আড়তদার ব্যবসায়ী সমিতির সভা
পরবর্তী নিবন্ধচুয়েটে নিম্নআয়ের মানুষের জন্য স্যানিটেশন শীর্ষক সেমিনার