চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর মাসটি ফিরে এলো শোকের আবহ নিয়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের এক কলংকময় অধ্যায়। এই শোকাবহ ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা আন্দরকিল্লা চসিক পুরাতন নগর ভবন চত্বরে আগামী ৫ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ৬দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।
গতকাল বুধবার চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ৬দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানমালার স্থান পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। এসময় মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, থানা কমান্ডার সৌরন্দ্রে নাথ সেন, কুতুব উদ্দিন চৌধুরী, চসিক উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, জামাল উদ্দিন খানসহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।