বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আজ মঙ্গলবার জাতীয় শোক দিবসে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ৯টায় বড়পোলস্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৯টায় কাজীর দেউড়ীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিসমূহ সফল করার লক্ষে মহানগর আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুরোধ জানিয়েছেন। উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ অনুরূপ কর্মসূচির আয়োজন করেছে। শিক্ষা–প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে– শোকর্যালি, দেয়ালিকা প্রকাশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।












