জাতীয় লিগ টি-টোয়েন্টি এখন হবে শুধুই সিলেটে

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

বৃষ্টিতে ভেসে গেছে রাজশাহী ও বগুড়ার ক্রিকেটানুরাগীদের আশা আকাঙ্ক্ষা। জাতীয় তারকাদের লড়াই নিজ শহরে আপাতত আর উপভোগ করতে পারছেন না তারা। বৃষ্টির কারণে স্থগিত হওয়া জাতীয় লিগ টিটোয়েন্টি আবার শুরুর পর সব ম্যাচই হতে যাচ্ছে সিলেটে। সিলেটের দুই ভেন্যুতে শুক্রবার আবার শুরু হবে মাঠের লড়াই। বুধবার টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার সূচীতে রাখা হয়েছে অনুশীলন। গত বছর নতুন করে শুরু হওয়া জাতীয় লিগ টিটোয়েন্টির পুরো টুর্নামেন্ট হয়েছিল সিলেটই। তবে এবার এই টুর্নামেন্ট আরও ছড়িয়ে দিতে শুরুর দিকের ছয়টি করে ম্যাচ রাখা হয়েছিল রাজশাহী ও বগুড়ায়। গত রোববার টুর্নামেন্ট শুরুর দিনে বৃষ্টির কারণে রাজশাহীর ম্যাচটি নেমে আসে পাঁচ ওভারে। বগুড়ার ম্যাচ পুরোই ভেসে যায় বৃষ্টিতে। বগুড়ায় মাঠের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেখানকার পরের দুই দিনের ম্যাচ সরিয়ে নেওয়া হয় রাজশাহীতে। কিন্তু শেষ পর্যন্ত রাজশাহীতেও পরের টানা দুই দিন আর কোনো ম্যাচ হতে পারেনি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত গত মঙ্গলবার স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্ট।

পূর্ববর্তী নিবন্ধকানে পেন্সিল রাখে বলে বাকলিয়াবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই
পরবর্তী নিবন্ধজোড়া গোলে রোনালদোর মোট ৯৪৫