জাতীয় ক্রিকেট লিগের নতুন মৌসুমের নিজেদের মাঠে খেলতে নামে স্বাগতিক চট্টগ্রাম বিভাগ। কিন্তু শুরুটা মোটেও ভাল হয়নি চট্টগ্রামের। নিজেদের ম্যাচে চারদিনের ম্যাচের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ফলে দেড়শর আগে শেষ তাদের প্রথম ইনিংস। জাতীয় দল এবং বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বেশিরভাগ ক্রিকেটারই এখন দেশের বাইরে। এরই মাঝে সবচাইতে বড় আকর্ষণ ছিল তামিম ইকবাল। ‘এ’ দলের সাথে ভারত সফরে না গিয়ে জাতীয় লিগ খেলে নিজেকে তৈরি করতে চেয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। কিন্তু সে যাত্রায় শুরুটা ভালো হলোনা তামিমের। কিন্তু দীর্ঘ দিন পর মাঠে নামা তামিমের ব্যাটও হাসলনা। প্রতিপক্ষ সিলেট বিভাগীয় দলে আহামরি কোন বোলার না থাকলেও তামিম পারেননি ব্যাট হাতে জ্বলে উঠতে। ফলে জাতীয় লিগের প্রথম চার দিনের ম্যাচের প্রথম দিনে স্বাগতিক চট্টগ্রাম অল আইট হয়েছে মাত্র ১৪১ রানে। যদিও তামিম ইকবালই দলের সর্বোচ্চ স্কোরার। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা সিলেট বিভাগীয় দল কোন উইকেট না হারিয়ে ১৫ রান করেছে। আগের রাতের বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘন্টা পর শুরু হয় খেলা। টসে হেরে ব্যাট করতে নামতে হয় স্বাগতিক চট্টগ্রামকে। তরুন সাব্বির হোসাইনকে নিয়ে ইনিংসের সুচনা করতে নামেন তামিম ইকবাল। ৪২ রানের জুটিও গড়েছিলেন দুজন। নাঈম আহমেদ এজুটি ভাঙ্গেন ১৬ রান করা সাব্বিরকে ফিরিয়ে । এরপর তামিমের সাথে যোগ দেন পিনাক ঘোষ। কিন্তু মাত্র ১০ রান স্থায়ী ছিলেন দুজন। এবার ফিরলেন তামিম ইকবাল। শাহানুরের বলে আসাদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেন ৬৯ বলে ৩১ রান করা তামিম ইকবাল। এরপর শুরু নাঈম আহমেদ এবং অভিজ্ঞ নাবিল সামাদের ঘুর্নি জাদু। আর সে ঘুর্ণি জাদুর সামনে আর দাঁড়াতে পারেনি চট্টগ্রামের ব্যাটসম্যানরা। একে একে ফিরতে থাকেন সাজঘরে। দলেল মিডল অর্ডারে পিনাক ঘোষ, সৈকত আলি, পারভেজ হোসেন ইমন এবং অধিনায়ক ইরাুন শুক্কুর কেউই দাড়াতে পারেনি। বিশেষ করে নাবিল সামাদের ঘুর্নিতে কাবু হয়েছে চট্টগ্রামের ব্যাটসম্যানরা। ফলে ৮০.১ ওভারে ১৪১ রানে অল আউট হয় স্বাগতিক চট্টগ্রাম। দলের পক্ষে অন্যান্যের মধ্যে পিনাক ১১, সৈকত ১০, পারভেজ ১৫, হাসান মুরাদ ১৪ এবং ইয়াছিন আরাফাত করেন ১১ রান। সিলেট বিভাগের পক্ষে নাবিল সামাদ একাই নিয়েছেন ৫ উইকেঠ ২৭.১ ওভার বল করে ৪৭ রান দিয়েছেন এই স্পিনার। এছাড়া ২৮ রানে ৩টি উইকেট নিয়েছেণ নাঈম আহমেদ। জবাবে ব্যাট করতে নামা সিলেট বিভাগ ৪ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করে। ১১ রানে অপরাজিত তৌফিক খান।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে জাতীয় লিগের চট্টগ্রাম ভেন্যুর খেলা উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আ.জ.ম. নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ আলি আব্বাস, সাধারন সম্পাদক সিরাজুদ্দিন মো. আলমগীর, ম্যাচ রেফারী আখতার আহমেদ শিপার সহ দু দলের খেলোয়াড় এবং কর্মকর্তাবৃন্দ।