দ্বিতীয় জাতীয় যুব (পুরুষ) হ্যান্ডবল প্রতিযোগিতায় আগামী ২০-২৪ সেপ্টেম্বর ঢাকা শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দল কাল ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। গতকাল চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের সাথে পসৗজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, সিজেকেএস হ্যান্ডবল কমিটির সম্পাদক আছলাম মোরশেদ, সিজেকেএস কাউন্সিলর ফরিদ আহমেদ, মো. এনামুল হক, লুৎফুল করিম সোহেল, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক কল্লোল দাশ, সদস্য জাহিদুল আমিন তারেক, সাইফুল্যা মুনির, সানি দত্ত প্রমুখ।