জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‌্যালি

| মঙ্গলবার , ২ নভেম্বর, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার জাতীয় যুব দিবস উপলক্ষে চট্টগ্রামের যুবদের অংশগ্রহণে যথাযথ মর্যাদা ও উৎসব-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। এসময় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। চট্টগ্রাম সার্কিট হাউজের সভাকক্ষে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক প্রজেষ কুমার সাহা, যুব উদ্যোক্তা আলমগীর হোসেন সৈকত। সঞ্চলনায় ছিলেন যুব কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল বন্ধ নয় গুন্ডামী বন্ধ করুন : সুজন
পরবর্তী নিবন্ধগোয়েন্দা প্রতিবেদনে ২৮ ই-কমার্স কোম্পানির নাম