মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক–২০২৩ পাচ্ছেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী। গত ১৯ জুলাই মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খঃ মাহবুবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। আগামী ২৫ জুলাই ঢাকায় ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করবেন তিনি। চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী জাতীয় মৎস্য পদক পাচ্ছেন। গত ১৯ জুলাই এ সম্পর্কিত একটি চিঠি আমরা পেয়েছি। বিষয়টি সম্পর্কে উপজেলা চেয়ারমানকে অবগত করা হয়েছে।