জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ মনোনীত হলেন মোস্তফা মোহাম্মদ জাবেদ

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, ব্যাডমিন্টন এশিয়ার তত্ত্বাবধানে এবং বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ১৬২০ ডিসেম্বর ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ২০২৫ এবং আগামী ২২২৬ ডিসেম্বর পর্যন্ত ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক টুর্নামেন্ট দু’টিতে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প আজ ৯ ডিসেম্বর হতে ঢাকায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার জন্য বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ মনোনীত হয়েছেন সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ। প্রশিক্ষণ ক্যাম্পে তিনি আজ যোগদান করবেন।

পূর্ববর্তী নিবন্ধতামিমের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন