জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

| বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৪:০৪ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুধ ও বৃহস্পতিবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, স্থগিত এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলে জানান জনসংযোগ কর্মকর্তা। খবর বিডিনিউজের।

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া কথা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধখাবারের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, দোকানি আটক
পরবর্তী নিবন্ধহাসিনাসহ ১০০ জনের দুর্নীতির ৬ মামলার অভিযোগ গঠন ৩১ জুলাই