জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে চট্টগ্রাম ভেন্যুর উদ্বোধন

| মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২৮ অক্টোবর হতে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা) শুরু হয়েছে। এ প্রতিযোগিতা ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা, বিশ্ববদ্যালয় এবং বিভিন্ন বাহিনী দলগুলো অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় পুরুষদের প্রথম পর্বের খেলাগুলো ইতোমধ্যে যশোর ক্রীড়া সংস্থা বাস্কেটবল মাঠে সমাপ্ত হয়েছে। এছাড়া মহিলা বিভাগের খেলাগুলো গত ২ নভেম্বর হতে ৭ নভেম্বর পর্যন্ত রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের বাস্কেটবল মাঠে সম্পন্ন হয়েছে। পুরুষ বিভাগের গ্রুপ পর্বের খেলাগুলো গত ৯ নভেম্বর হতে সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সমপাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অবঃ) ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল উপকমিটির সাধারণ সমপাদক প্রসেনজিৎ দত্ত রাজু, সদস্য রোমেল রাশা, নুরুল হুদা, ইমরুল কায়েস এবং ফেডারেশনের সদস্য অনিরুদ্ধ বড়ুয়া প্রমুখ। গ্রুপ পর্বে প্রথম খেলায় বাংলাদেশ বিমান বাহিনী বনাম বাংলাদেশ পুলিশ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ৭৬৫৯ পয়েন্টে বাংলাদেশ পুলিশ দলকে পরাজিত করে। গতকাল ১০ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ নৌ বাহিনী ৮২৫৮ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধসেমিফাইনালে চট্টগ্রাম আজ দিনাজপুরের মুখোমুখি
পরবর্তী নিবন্ধআগে উপজেলা-জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় নির্বাচন আয়োজনের অনুরোধ