জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নিতে যশোর গেল চট্টগ্রাম জেলা দল

| রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন আয়োজিত জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতায় ( পুরষ ও মহিলা) অংশ নিতে চট্টগ্রাম জেলা পুরুষ দল অংশগ্রহনের উদ্দেশ্যে আজ বিকাল ৩ টায় বাসযোগে যশোরের উদ্দেশ্যে রওয়ানা হবে। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা বাস্কেটবল দলের জার্সি বিতরণ করেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস বাস্কেটবল কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজু, ভাইসচেয়ারম্যান কুইনটেন রিবেরো, যুগ্ম সম্পাদক রবিউল হাসান বাবলু, সদস্য নুরুল হুদা, ইমরুল কায়েস, রোমেল রাসা, দেবরা হালদার প্রমুখ। পুরুষ বাস্কেটবল দলের সদস্যরা হলেন কামরুল মোহাম্মদ (অধিনায়ক), অনুরুদ্ধ নাগ, হ্যারি রিবেরো, ইশতিয়াক করিম শাফিন, মোহাম্মদ মুজাহিদুল্লাহ চিশতি, অর্লেন্ডো পেরেরা, মোহাম্মদ আশিক ইবনুল, ইয়ামিন উমাইদা আসাদি, অনুরাগ দাস, দিপন আইচ, মাহমিদুল ইফতি এবং ক্রিস্টোফার গনসালবেস। দলের ম্যানেজার নুরুল হুদা। কোচের দায়িত্ব পালন করবেন রোমেল রাশা। আর দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন তানসির তাইমুর মোরশেদ ।

পূর্ববর্তী নিবন্ধএমএলএসেগোল্ডেন বুট জিতলেন লিওনেল মেসি
পরবর্তী নিবন্ধভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার