জাতীয় বাস্কেটবলের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বাংলাদেশ নৌ বাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী। সাগরিকার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামস্থ বাস্কেটবল কোর্টে বিকেল ৪.৩০টায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার, সিএমপি হাসিব আজিজ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া অফিসার,চট্টগ্রাম এবং সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্যসচিব আবদুল বারী। গতকাল রোববার ২য় পর্বের শেষ তিনটি খেলার নিষ্পত্তি হয়েছে। সাগরিকা স্টেডিয়ামস্থ বাস্কেটবল কোর্টে প্রথম খেলায় রাজশাহী ডিএসএ ৭৭৬০ পয়েন্টে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ নৌ বাহিনী ১০৯৬৩ পয়েন্টে চট্টগ্রাম ডিএসএকে পরাজিত করে। তৃতীয় খেলায় আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ৭২৫৫ পয়েন্টে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার চট্টগ্রাম ভেন্যুর টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক প্রসেনজিৎ দত্ত রাজু সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিনে চট্টগ্রামের বিপক্ষে ময়মনসিংহের ১৬০ রানের লিড
পরবর্তী নিবন্ধনারী কাবাডি বিশ্বকাপ আজ থেকে শুরু