জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চট্টগ্রাম পর্বের খেলা ১০ সেপ্টেম্বর শুরু

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের চট্টগ্রাম পর্বের খেলা আগামী ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে। এই রাউন্ডে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে স্বাগতিক চট্টগ্রামের মোকাবেলা করবে নোয়াখালী জেলা দল। এই ম্যাচের পর চট্টগ্রাম জেলা দল খেলতে যাবে নোয়াখালীর মাঠে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। এই দুই ম্যাচে যে দল এগিয়ে থাকবে তারা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করবে। সে রাউন্ডও হবে হোম এন্ড এ্যাওয়ে পদ্ধতিতে। গত ৩০ আগস্ট থেকে সারাদেশে জুলাই শহীদদের স্মরণে তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। বাংলাদেশের ৬৪টি জেলাকে ৮টি অঞ্চলে বিভক্ত করে এই চ্যাম্পিয়শিপ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি অঞ্চলের খেলাসমূহ হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি অঞ্চল হতে ২টি করে মোট ১৬টি দলকে নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ হতে এ চ্যাম্পিয়নশিপের নির্ধারিত খেলাসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে সমাপ্ত করতে ইতোমধ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নশিপের খেলাসমূহ সফলভাবে সমাপ্ত করতে চায় জেলা ফুটবল এসোসিয়েশন। এবারের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলাসমূহ উপভোগের জন্য টিকেটের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টিকেটের নির্ধারিত মূল্য প্যাভিলিয়ন ৫০ টাকা এবং গ্যালারী ২০ টাকা। এই জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ জানাতে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ..ম ওয়াহিদ দুলাল। বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সহসভাপতি নজরুল ইসলাম লেদু, জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী। এসময় উপস্থিত ছিলেন সিডিএফএ নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান মাহাবুব, আবু সৈয়দ মাহামুদ, সাইফুল আলম খাঁন, সরওয়ার আলম মনি, মো. জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, প্রবীন কুমার ঘোষ, আলী হাসান রাজু, সিডিএফএ কাউন্সিলর ও বিভিন্ন ফুটবল একাডেমির কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৮.৭৫ কোটি টাকা