জাতীয় ফুটবলের আজ আঞ্চলিক ফাইনালে মুখোমুখি চট্টগ্রাম-ফেনী

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১১:১২ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ অক্টোবর সোমবার শহীদ ওয়াসিম অঞ্চলে চট্টগ্রাম জেলায় খেলবে ফেনী জেলার বিরুদ্ধে। নিরপক্ষে ভেন্যু নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে এ ম্যাচটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। এর আগে চট্টগ্রাম অ্যাওয়ে ম্যাচে কক্সবাজারের সাথে ড্র করে কিন্তু হোম ম্যাচে ১০ গোলে জিতে নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় অংশ নিতে দলীয় ম্যানেজার মো. সরওয়ার আলম চৌধুরী মনির নেতৃত্বে রোববার দুপুরে নোয়াখালী এসে পৌঁছায় চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়রা। বিকালে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুশীলন করে তারা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ফেনী জেলা দল আজ সোমবার সকালে নোয়াখালী পৌঁছাবে এবং দুপুরে ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামবে। চট্টগ্রাম জেলা দলের কোচ নাজিমউদ্দীন নাজু অনুশীলন শেষে বলেন, ফাইনালের মাঠ মোটেও ভাল নয় তবে চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে নোয়াখালীর বিরুদ্ধে খেলার সময়কার মাঠের অবস্থা থেকে অনেক ভালো হয়েছে। মাঠের মাঝখানে বিশাল জায়গাজুড়ে কোন ঘাস নাই, পূর্ব দিকের মাঠ সমান নয়। এতে স্বাভাবিক খেলা ব্যাহত হতে পারে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী আমরা।

ম্যানেজার মো. সরওয়ার আলম চৌধুরী মনি বলেন, দলীয় শক্তির বিচারে কিছুটা এগিয়ে থাকা চট্টগ্রাম জেলা আজ জেতার জন্য মাঠে নামবে। তবে দলের আক্রমণ ভাগের তারকা খেলোয়াড় রোমান ইনজুরিতে, মধ্যমাঠের তানভীর পুরোপুরি ফিট নয়। এদিকে দলের অধিনায়ক আলাউদ্দিন জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, খেলোয়াড়দের ফিটনেস ও কনফিডেন্স আগের চেয়ে অনেক ভাল, ইনশাআল্লাহ আমরা জয় নিয়েই ফিরব। আজকে আঞ্চলিক ফাইনালে জয়ের জন্য চট্টগ্রামবাসীর কাছে দোয়া কামনা করেছেন, জেলা দলের কোচ নাজিমউদ্দীন নাজু ও ম্যানেজার সরোয়ার আলম চৌধুরী মনি।

পূর্ববর্তী নিবন্ধসিরিজে কঠিন চ্যালেঞ্জ দেখতে চান অধিনায়ক লিটন দাস
পরবর্তী নিবন্ধনতুন করে ভালোবাসা শুরু করা সাহসের ব্যাপার : শবনম ফারিয়া