৪র্থ জাতীয় ফাইটার কারাতে প্রতিযোগিতা গত ১৬–১৭ জানুয়ারী কক্সবাজারে অনুষ্ঠিত হয়। এতে অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় দিয়া দে আঁখি ২টি স্বর্ণপদক পায়। এছাড়া হাদি আরাফাত,বিপ্লব,তৃষা দাশ,ফারহাদ ও রিয়া ১টি করে স্বর্ণপদক পায়। রৌপ্য পদক পায় আরাফাত, নিশা,জামি,অদ্রি মিয়ান এবং সরস্বতী। অর্পণা ৩টি ও সরস্বতী ২টি ব্রোঞ্জপদক পায়। এছাড়া দিয়া দে, পরমজিৎ, ইরফান, ঈদান,নিশা দাশ,তৃষা দাশ,অনুপা শীল, অদ্রি মিয়ান,রিয়া ও সৃজা ১টি করে ব্রোঞ্জপদক পায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল, ওস্তাদ জাহাঙ্গীর আলম, চিত্র নায়িকা রোজিনা, চিত্র নায়িকা রাকা, চিত্র নায়িকা মুক্তি, খল অভিনেতা চিতা, পরিচালক মিজানুর রহমান শামীম এবং জাতীয় নেতৃবৃন্দ। প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেন অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ এর সিহান অধ্যক্ষ অজয় দে।












