জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার

মার্কিন নাগরিকের সেই মামলা

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার তাকে গ্রেপ্তার করে মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বিকাল ৪টায় বলেন, ‘তার সাথে আমরা কথা বলছি।’ শওকত মাহমুদের ছোট ছেলে সুলতান মাহমুদ সিয়াম বলেন, ‘বাবাকে আমাদের আফতাবনগরের বাসার নিচ থেকে নিয়ে গেছে। তারা (ডিবি) সাড়ে ১২টার দিকে এসেছিল। আধা ঘণ্টা কথা বলেছে। তারপর নিয়ে গেছে।’ খবর বিডিনিউজের। শওকত মাহমুদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, এমন প্রশ্নের উত্তরে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল বলেন, ‘তার বিরুদ্ধে মামলা আছে। আমরা যাচাই করে দেখছি।’

সরকার ‘উৎখাতের ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন, সেই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান শফিকুল। গত ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকা থেকে এনায়েতকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাডো গাড়িতে করে ‘সন্দেহজনকভাবে’ ঘুরছিলেন তিনি। পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। ঘোরাঘুরির কারণ জানতে চাইলে এনায়েত কোনো উত্তর দিতে পারেননি। তখন পুলিশ তাকে হেফাজতে নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করে।

এনায়েত করিম চৌধুরী ১৯৮৮ সালে আমেরিকায় যান এবং ২০০৪ সালে আমেরিকান পাসপোর্ট পান। বর্তমানে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে ৬ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসেন বলে পুলিশের ভাষ্য। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৫ এপ্রিল ‘জনতা পার্টি বাংলাদেশ’র আত্মপ্রকাশ ঘটে, যার চেয়ারম্যান হিসেবে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এর আগে ২০২৩ সালের ২১ মার্চ শওকত মাহমুদকে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ দলের সব পদ থেকে ‘বহিষ্কার’ করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধঅনার্স ও মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির সুযোগ, নতুন নীতিমালা প্রকাশ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ইউপি সদস্যের মৃত্যু