প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদান রাখায় জাতীয় প্রাণিসম্পদ পদক পেল মমতা পরিচালিত পটিয়ায় অবস্থিত মমতা ডেইরি ফার্ম। গত ২৬ নভেম্বর রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের হাত থেকে এ পদক গ্রহণ করেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় পদক পেয়েছে ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান। ৫ ক্যাটাগরিতে ১৫টি পদক ও অর্থ পুরস্কার দেয়া হয় বিজয়ীদের। রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়াও, অনুষ্ঠানের শুরুতেই ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানান প্রধান উপদেষ্টা। মমতার পরিচালক তৌহিদ আহমেদ বলেন, এটি একা মমতার অর্জন নয় বরং এটি চট্টগ্রামবাসীর জন্য গর্বের একটি বিষয়। আমরা প্রাণিসম্পদ খাতের উন্নয়নের জন্য সরকারের সাথে সমন্বয় করে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।












