বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত ৩২ তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। বিজিবির আধিপত্য ভেঙ্গে গত আসরে শিরোপা জিতেছিল আনসার। আর গতকাল সে শিরোপা অক্ষুন্ন রাখল আনসার। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দারুন প্রতিদ্বন্দ্বীতাপূর্ন এক ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে শিরোপা উল্লাসে মাতে আনসার। নির্ধারিত সময়ের খেলায় বাংলাদেশ আনসার ২৮-২৮ গোলে বর্ডার গার্ড বাংলাদেশ এর সাথে ড্র করে। পরর্তীতে অতিরিক্ত দশ মিনিট খেলা চালানো হয়। আর সে সময়ে খেলার ফলাফল ৩৩-৩৩ গোলে অমিমাংসিত থাকলে শেষ পর্যন্ত খেলা টাইব্রেকারে গড়ায়। আর সে টাইব্রেকারে বাংলাদেশ আনসার ৫-৪ গোলে বর্ডারগার্ড বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বর্ডারগার্ড বাংলাদেশকে। এর আগে সকালে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশ পুলিশ ৪৮-২৪ গোলের বড় ব্যবধানে চাপাইনবাবগঞ্জ জেলা দলকে পরাজিত করে প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করে। আর স্বাগতিক চট্টগ্রাম জেলা দলকে খুশি থাকতে হয় পঞ্চম স্থান নিয়ে। দারুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনাল খেলা এক সময় বিজিবি এগিয়ে ছিল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে আবার এগিয়ে যায় আনসার। অতিরিক্ত সময়েও দু’দল লড়াই করেছে সমান তালে। কেউ কাউকে যেন ছাড়তে নারাজ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী। সিজেকেএস হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান সৈয়দ আবুল বশর এর সভাপতিত্বে এবং সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নুরুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান এস.এস. ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ও ফেডারেশনের সহ-সভাপতি আ.ন.ম. ওয়াহিদ দুলাল, ফেডারেশনের সহ: সাধারণ সম্পাদক ও স্টিয়ারিং কমিটির সদস্য সচিব এস.এম খালেকুজ্জামান স্বপন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিজেকেএস এর সাবেক সহ-সভাপতি মোজাম্মেল হক, সিডিএফএ এর সভাপতি এস.এম শহীদুল ইসলাম, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, নির্বাহী সদস্য জহির আহমেদ চৌধুরী, এ.কে.এম. আবদুল হান্নান আকবর, মোহাম্মদ ইউসুফ, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিঞা, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি প্রমুখ।