জাতীয় পার্টির জন্য সোনালী সময় আসছে : জি এম কাদের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। গতকাল চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে জি এম কাদের বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ-বিএনপির সরকার নয়, জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। সামনে জাতীয় পার্টির জন্য সোনালী সময় আসছে। আমরা আর কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব না। নিজেদের নেতৃত্বে শক্তিশালী জোট গঠনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। রাজধানীর বনানী চেয়ারম্যান কার্যালয়ে কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক তপন চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও নগর তরুণ পার্টির আহ্বায়ক রেজাউল করিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া ও মীর আব্দুস ছবুর আসুদ, যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক সাবেক এমপি হুসেইন মকবুল আসিফ শাহরিয়ার, কেন্দ্রীয় সদস্য নাছির উদ্দিন সিদ্দিকী। বক্তব্য দেন নগর জাতীয় পার্টির আবসার উদ্দিন রনি, সচিব হারুন উর রশিদ হারুন, তরিকুল ইসলাম তারেক, শাহাদাত হোসেন শাকের, কায়সার হামিদ মুন্না, নীল কমল সুশীল, আকরাম খান, ছাত্রনেতা শরীফুল মোল্লা নিরব।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু না হলে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না
পরবর্তী নিবন্ধবিজ্ঞানী জামাল নজরুলকে স্মরণ