জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর, আগুন

আরও ৫ জেলায় অফিসে হামলা

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

আগের দিনের সংঘর্ষের জেরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দুই দফা হামলায় দলটির তিনতলার কার্যালয়ের নিচতলার একটি অংশ পুড়ে গেছে। দেশের অন্তত ৫ জেলায় জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার মধ্যে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীতে এ ঘটনা ঘটে। লাঠিচার্জ করে ও জলকামান থেকে পানি ছুড়ে পুলিশ হামলাকারীদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেয়।

আগের দিন দলের সভাপতি নুরুল হক নুরকে লাঠিপেটায় আহত করার প্রতিবাদে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনের বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে প্রথম দফায় হামলা চালায়। তারা বাইরে থেকে কার্যালয় ভাঙচুর করে। সেসময় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর ঘণ্টা খানেক পর দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকের গলি থেকে এসে এক দল ব্যক্তি আবার হামলা চালায় এবং আগুন দেয়। পরে সেখানে উপস্থিত পুলিশ তাদের হটিয়ে দিয়ে জলকামান দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর বিডিনিউজের।

দুদফা হামলার সময়ই সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে উপস্থিত থাকতে দেখা যায়। এরমধ্যে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ হামলাকারীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলকামান দিয়ে আগুন নেভায়। ভাঙচুর ও হামলার পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে জাতীয় পার্টির নেতাকর্মীদের সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি।

এ হামলার জন্য জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদকে দায়ী করেছেন। তার অভিযোগ, গতকালের (শুক্রবার) ঘটনার জের ধরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলবল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, আগুন ও ভাঙচুর চালাচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা বলেন, জাতীয় পার্টির কার্যালয়ের উল্টো দিকেই বিজয়নগরে গণপরিষদ অধিকারের কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিকাল ৪টা থেকে। সেখানে সমাবেশ শেষে মিছিল নিয়ে নেতাকর্মীরা পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্যভবন, কাকরাইল ঘুরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এলে পুলিশের বাধায় ফিরে যায়। তবে এর কয়েক মিনিটের মধ্যে তারা ঘুরে এসে হামলা চালায়।

রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ওদের (গণ অধিকার পরিষদের) একটা কর্মসূচি ছিল, কর্মসূচি শেষে ওরা আগুন দিয়েছিল। পরে আমরা তাদের সরিয়ে দিয়ে আগুন নিভিয়ে দিয়েছি। এখন পরিবেশ শান্ত।

৫ জেলায় জাতীয় পার্টির অফিসে হামলা : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভমহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, গাইবান্ধায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলাভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। একইসঙ্গে ঠাকুরগাঁওয়ে হরিপুরে ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়েছে।

ঠাকুরগাঁও : শনিবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলাভাংচুর ও বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হরিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের কার্যালয়ে হামলা চালায়। তারা আমাদের কার্যালয়ের ৪০৫০টা চেয়ার, দুটি টেবিল, চারটা ফ্যান, দুইটা আলমিরা ভাঙচুর করে এবং কিছু আসবাবপত্র বাহিরে বের করে আগুন ধরিয়ে দেয়।

টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর ও ঢাকাটাঙ্গাইলযমুনা সেতু মহাসড়ক অবরোধ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে গণ জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে বলে জানান টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর হাসান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে জেলা জাতীয় পার্টির অফিসে যায়। এ সময় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে হামলা চালান। তারা অফিসের ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালান। এ সময় অফিসের সাইনবোর্ড, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

ময়মনসিংহ : জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার রাতেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরে গণঅধিকার পরিষদের মিছিল থেকে নেতাকর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ে এ ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়।

রাজশাহী : জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১২টার দিকে নগরীর গণপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে হামলার সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে রাত সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর আহ্বানে আয়োজিত এ মিছিলে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন। মিছিলটি সাহেববাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণপাড়া মোড়ে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া কয়েকজন কর্মী জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়।

গাইবান্ধা : গাইবান্ধায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিকালে পুলিশের বাধা উপেক্ষা করে শহরের কাঠপট্টি এলাকায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এ ভাঙচুর চালানো হয়। এ সময় বিক্ষোভকারীরা কার্যালয়ের সাইনবোর্ড ও শার্টার ভেঙে ফেলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শহরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন জেলখানা মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পরে আবারও মিছিল নিয়ে বিক্ষোভকারীরা শহরের কাঠপট্টি এলাকায় জড়ো হন। এতে যোগ দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।

পরবর্তীতে সেখান থেকে পুলিশের বাধা উপেক্ষা করে তারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যেতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন। বিকাল সাড়ে ৪টার দিকে বৃষ্টি শুরু হলে তারা পুলিশের বাধা উপেক্ষা করে কার্যালয়ে ভাঙচুর চালান।

পূর্ববর্তী নিবন্ধশিশুসন্তানকে বালিশ চাপায় হত্যার অভিযোগ, মা আটক
পরবর্তী নিবন্ধএক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর