বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার জাতীয় পর্যায়েও শুভ সূচনা করেছে। জেলা এবং বিভাগীয় পর্যায় পেরিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুল এখন জাতীয় পর্যায়ে প্রথম জয় তুলে নিয়েছে। গতকাল নারায়নগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বন্দর উচ্চ বিদ্যালয় ৫৪ রানে পরাজিত করে বগুড়া পুলিশ লাইনস স্কুলকে। ওয়াহিদুল করিমের অল রাউন্ড নৈপুণ্যে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুল । টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর উচ্চ বিদ্যালয় ২৭ রানে প্রথম উইকেট হারায়। এরপর টপ অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৫৫ বলে সর্বোচ্চ ৫৭ রান করে তালহা জোবায়ের। ৩টি চার এবং ৪টি ছক্কা মেরেছে তালহা। এছাড়া ওয়াহিদুল করিম ৩৯, রিদোয়ান ইসলাম ৩৩, মেহেদী হাসান ৩০, হাসিবুল ১৯ এবং মুজিবুর রহমান করে ১০ রান। বগুড়া পুলিশ লাইন স্কুলের পক্ষে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছে সিয়াম হোসেন। এছাড়া ২ উইকেট নিয়েছে শিহাব। একটি করে উইকেট নিয়েছে রায়হান, আকাশ এবং ইলমান। ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নামা বগুড়া পুলিশ লাইন স্কুল শুরুটা ভাল করলেও ওয়াহিদুল করিমের বোলিং এর মুখে পড়ে ৪৮.৫ ওভারে ১৭৬ রান করে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করে রাফিন শাহরিয়ার। এছাড়া অন্যান্যের মধ্যে এহসানুল ১৪, আকাশ ১৯, ইলমান ১২, রিয়াদ ১৮, সাহেদ ১৩, রায়হান ২১ রান করে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের পক্ষে ওয়াহিদুল করিম ৩০ রানে ৪টি উইকেট তুলে নেয়। এছাড়া একটি করে উইকেট নিয়েছে মাহির, শাফায়েত, মেহরাব এবং আবদুর নুর। তবে অল রাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছে ওয়াহিদুল করিম।