জাতীয় পরিসংখ্যান দিবসে চবিতে বর্ণাঢ্য র‌্যালি

| সোমবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৯ পূর্বাহ্ণ

‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’- এ প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে চবি পরিসংখ্যান বিভাগের উদ্যোগে গতকাল সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি চবি বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় বিজ্ঞান অনুষদের সামনে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। র‌্যালিতে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর মো. রোকনুজ্জামানসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
উপাচার্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সুষ্ঠু সুন্দর জীবন যাপন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সঠিক পরিসংখ্যানের তাৎপর্য ব্যাপক। তিনি বলেন, সকল ক্ষেত্রে উচ্চতর গবেষণা পরিচালনায় পরিসংখ্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সঠিক পরিকল্পনা প্রণয়নে পরিসংখ্যানবিদদের কার্যক্রম প্রশংসনীয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ডায়মন্ড সিমেন্টের ডিলার সম্মেলন
পরবর্তী নিবন্ধমহানগর মৎস্যজীবী লীগের আলোচনা সভা