জাতীয় পরিচয়পত্র এনআইডি একজন নাগরিকের গুরুত্বপূর্ণ সম্পদ। এনআইডি ছাড়া নাগরিক জীবন বর্তমানে কল্পনাই করা যায় না। সব দরকারি কাজে ও অন্যান্য ক্ষেত্রে এনআইডি প্রয়োজন হয়। কিন্তু অনেকের এনআইডিতে দেখা যায়- কারও বাবার নাম ভুল, কারও মায়ের নাম ভুল, কারও আবার নিজের নামের বানান ভুল, যা সে অন্যকে দেখাতেও লজ্জা পায়। বিঘ্নতা ঘটছে ব্যক্তিগত প্রয়োজনীয় কাজে। নাম বিভ্রাটের কারণে ভোগান্তির শেষ নেই। আর এসব বানান সংশোধন করতে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন অনেক মানুষ। এটা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আল-আমিন আহমেদ
শিক্ষার্থী,
মৌলভীবাজার সরকারি কলেজ।