জাতীয় পতাকা পরে চট্টগ্রামেও শপথ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৬:৪৩ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে।

নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের ভেতরে-বাইরে প্রায় ১৫ হাজার মানুষ এ শপথ বাক্য পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ স ম জামশেদ খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মু. মাহমুদ উল্লাহ মারুফসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশ সুপার রশিদুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামালসহ আরও অনেকে।

নগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন উপস্থিতিতে জাতীয় পতাকা ও মাস্ক পরে শপথ নেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সকল পেশাজীবী, সকল সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যগণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র-ছাত্রীসহ সমাজের সর্বস্তরের ৪ হাজার মানুষ।

এর বাইরে নগরীর প্যারেড মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশনও একই সময়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৪ হাজার মানুষ শপথ নেন।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে চিপস কিনে দিল ধর্ষক
পরবর্তী নিবন্ধমানবিক ফাউন্ডেশনের খাদ্য বিতরণ