শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপির জাতীয় নির্বাচনে জেতার সক্ষমতা নেই। এই কারণে গত জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। অপপ্রচার চালিয়ে গুজব রটিয়ে তারা মানুষকে রাস্তায় নামানোর চেষ্টা করছে, তাদের কথায় মানুষ রাস্তায় নামবে না। ২০১৮ সালে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মানুষকে রাস্তায় নামিয়ে মাঝ পথ থেকে চুপ করে পালিয়ে গিয়ে মানুষকে তারা ধোঁকা দিয়েছিল। ২০২৪ সালের নির্বাচন নিয়ে তারা ষড়যন্ত্র করছে। বিরানি খাওয়ানোর জন্য পলোগ্রাউন্ডে আর নাসিমন ভবনের সামনে লোকজন জড়ো করলে নির্বাচনে জেতা যায় না। নির্বাচন জিততে হলে মানুষের পাশে থাকতে হবে। বোমা মেরে মানুষ পুড়িয়ে নির্বাচনে জেতা যায় না। এদেশে এখন ভোট চুরির উৎসবের দিন শেষ। এখন ইভিএম ভোট, ওয়ান মেন ওয়ান ভোট, ওয়ান ইউমেন ওয়ান ভোট হবে। বিএনপির দুর্নীতি দেশে এবং বহিঃবিশ্বে প্রমাণিত সত্য, তাই এখন কেউ তাদের পাশে থাকতে চাই না। এমনকি তাদের দলের অনেক নেতা কর্মিও চায় না তাদের চাঁদাবাজ নেতা তারেক রহমান দেশে ফিরে আসুক।
গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, তারেক জিয়া ২০১৮ সালের নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে ৮০০ মনোনয়ন দিয়ে বিশ্ব রের্কড গড়েছিলেন। বিনিময়ে প্রার্থীদের থেকে ১৬০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এদেশে তারেক সওদাগরের চাইতে লাভের ব্যবসা কেউ করতে পারেনি আজ পর্যন্ত। বিএনপির নেতারাও চান না দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়া দেশে আসুক। বিএনপির নেতারা-বিএনপির আমলে শত শত কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন-সেখানে তাদের স্ত্রীসহ ছেলে-মেয়েরা সুখে বিলাসী জীবন যাপন করছেন। আর দেশে ব্যবসা-বাণিজ্য করে বিএনপি নেতারা অনেক সুখে আছেন।
বক্তব্য শেষে শিক্ষা উপমন্ত্রী ২৪, ২৫, ২৬, ২৭ ও ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ডের নেতাকর্মীদের হাতে সদস্য সংগ্রহ ও নবায়নের ফরম তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
আগ্রাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।
বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মহসিন মোরশেদ টিপু, আশরাফ উদ্দিন শাহীন, মো. জাহেদ খান, মো. খুরশিদ হাসান, রুমেল বড়ুয়া রাহুল, মো. মোরশিদুল আলম, রনি মির্জা, মো. নাছির উদ্দিন, সাইফুদ্দিন বাবুল, হোসেন মো. সাদ্দাম, সাহাব উদ্দিন সাবু, সাহেদ মুরাদ সাকু, এস এম পারভেজ, মো. কামরুল আলম, আব্দুল মান্নান খোকন, দোলন বৈষ্ণব, নন্দিতা দাশ, নুর আকতার প্রমা, খোরশেদ আলম বাসেদ প্রমুখ।