বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, মিয়ানমারের সাথে সীমান্ত জনপদ হিসেবে উখিয়া–টেকনাফ বিশ্বময় পরিচিত। রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়স্থল হওয়ায় এই জনপদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে গুরুত্বপূর্ণ। দেশ এবং বিদেশে অত্যধিক গুরুত্ববহ জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধির আজ সুদূর পরাহত। তিনি সীমান্ত এই জনপদের নিরাপত্তা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে।
গতকাল শনিবার কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য প্রার্থী আনোয়ারী বলেছেন, আমরা উখিয়া–টেকনাফের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।












