জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র দেখছে বিএনপি

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর আসার পর ক্ষোভবিক্ষোভের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং খুলনায় ভারতীয় হাই কমিশনে হামলার ঘটনাগুলো ‘জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র’ বলে মনে করছে বিএনপি। গতকাল শুক্রবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ সম্মলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এ প্রতিক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা এসব ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে, একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়।’ সেই মহল ‘অনেক রক্তের বিনিময়ে অর্জিত’ ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে ‘নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে’ বলে মন্তব্য করেন ফখরুল। খবর বিডিনিউজের।

মির্জা ফখরুল বলেন, যখন ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে, হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এই ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনাকে আগামী জাতীয় নির্বাচন তথা গণতন্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি।

মির্জা ফখরুল বলেন, শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। বিএনপি মহাসচিব বলেন, যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি। তারই ধারাবাহিকতায় আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি।

সরকারের ভূমিকা সন্তোষজনক নয়’ : হাদিকে গুলি করে হত্যা এবং তারপর আইনশৃঙ্খলার অবনতি মিলিয়ে সার্বিক পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলনে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণও মনে করে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। ফলে দেশবিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়ে চলেছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাতে জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান , হাফিজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম আলো, ডেইলি স্টার, উদীচী ও ছায়ানট কার্যালয়ে ভাঙচুর, আগুন
পরবর্তী নিবন্ধসাংবাদিকদের পাশে থাকবে সরকার : ন্যায়বিচারের আশ্বাস