জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটিতে প্রতিপাদ্য ধরা হয়েছে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’। গত ২০১৭ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে পালন করা হচ্ছে। দেশব্যাপী দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালিত হবে। এছাড়া নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জানা গেছে, ৩২ বছর আগে আজকের এই দিনে চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত হন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। সেই মর্মান্তিক ঘটনার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিনি।

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই স্লোগানে গড়ে তোলেন সামাজিক সংগঠন নিসচা। পরবর্তীতে সরকার ২২ অক্টোবর দিবসটিতে নিরাপদ দিবসটি জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নেয়। দিবসটিকে কেন্দ্র করে সকাল ১০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ডায়মন্ড সিমেন্টনিসচা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষার্থী সমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে ডায়মন্ড সিমেন্ট এবং সহযোগিতা করছে দৃষ্টি চট্টগ্রাম। নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব কর্মসূচিতে সংশ্লিষ্ট সকল সদস্য, শিক্ষার্থী ও অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্যাসিফিক জিন্স গ্রুপের বন্ধ ৭ কারখানা খুলছে কাল
পরবর্তী নিবন্ধবন্দরে তিন কন্টেনার আমদানি নিষিদ্ধ ঘন চিনি জব্দ