চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চট্টগ্রাম পর্বের ৪র্থ রাউন্ড শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রামের ফিদে মাস্টার আবদুল মালেক। সমান খেলায় ৩.৫ পয়েন্ট নিয়ে ২য় স্থানে আছে কক্সবাজারে শাকের উল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাঈম মজুমদার আছে তৃতীয় স্থানে। গতকাল সোমবার অনুষ্ঠিত ৪র্থ রাউন্ডের খেলায় মালেক– সেলিমকে, শাকের উল্লাহ–প্রাঞ্জলকে, নাঈম– জাকরিয়াকে, দীপংকর– রবিউলকে, হামিদ– আহনাফকে, সারোয়ার– আবরারকে, সুলতান– শুভ্রজিতকে, রিক কিশোর– শামসুলকে, জাহাঙ্গীর– মহসিনকে, ঈশান– মুজিবুরকে, সুদীপ্ত– সাইফুলকে, আফরাজ–রিয়াদকে, সুফিয়ান– বিহারীকে, রউফ– ইকরামুলকে, রবিন– আনুষ্কাকে পরাজিত করে। আজ মঙ্গলবার ডাবল পরের রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট ৫ দিন ব্যাপী সুইচলীগ পদ্ধতিতে ৭ রাউন্ড অনুষ্ঠিত হবে, যা আগামী ২০ আগষ্ট পর্যন্ত চলবে।