জাতীয় দলের হয়ে মেসির প্রথম গোল্ডেন বুট

| সোমবার , ১২ জুলাই, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

জাতীয় দলের হয়ে লিওনেল মেসি প্রথমবার জিতলেন কোনো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার-গোল্ডেন বুট। ৪ গোলের সঙ্গে ৫ অ্যাসিস্টের সৌজন্যে মেসি জেতেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। চারটি গোল আছে কলম্বিয়ার লুইস দিয়াসেরও। তবে ৫ ম্যাচ খেলা গতিময় এই উইঙ্গারের নেই কোনো অ্যাসিস্ট। তিন গোলের সঙ্গে একটি অ্যাসিস্টে তিন নম্বরে আছেন পেরুর জানলুকা লাপাদুলা। মেসির চার গোলের দুটি ফ্রি কিক থেকে। টুর্নামেন্টে ফ্রি কিক থেকে গোল হয়েছে কেবল আর একটি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পেরুর বিপক্ষে সেই গোলটি করেন হুয়ান কুয়াদরাদো। কোনো টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরস্কার অনেকবারই পেয়েছেন মেসি। তবে সে সবই বার্সেলোনার হয়ে। স্পেনের শীর্ষ লিগ লা লিগায় সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন রেকর্ড আটবার, এই মধ্যে শেষ পাঁচ মৌসুমে টানা। ইউরোপিয়ান গোল্ডেন বুটও জিতেছেন রেকর্ড ছয়বার। এবার দেশের হয়েও জিতলেন একটি গোল্ডেন বুট। জাতীয় দলের হয়ে পেলেন প্রথম বড় কোনো শিরোপা।

পূর্ববর্তী নিবন্ধ৯ উইকেট নিয়ে বিদেশে মিরাজই সেরা
পরবর্তী নিবন্ধসৃষ্টিকর্তার কাছে মেসির কৃতজ্ঞতা