আগামী ৬ থেকে ৯ আগস্ট পর্যন্ত ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক টার্গেটবল সিরিজ (পুরুষ-মহিলা) অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুর অংশ নিচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ উভয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ টার্গেটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আবু হেনা মোস্তফা কামাল টুলু।
এ প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্যের জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন। উল্লেখ্য বাংলাদেশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদেও আছেন জাতীয় সাইক্লিংয়ে স্বর্ণপদক প্রাপ্ত সাবেক সাইক্লিস্ট মোস্তফা কামাল টুলু। প্রেস বিজ্ঞপ্তি।