জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাবি কমিটি গঠন

| শনিবার , ১ নভেম্বর, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) থেকে নাম বদলে পুরনো নামে ফেরা ছাত্র সংগঠনজাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার। গতকাল শুক্রবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে জাহিদ আহসান গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও আবু বাকের মজুমদার আহ্বায়ক পদে ছিলেন। উত্তরাঞ্চলের সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম; আর দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মহির আলম। এদের মধ্যে সিয়াম বাদে বাকি তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আবু তৌহিদ সিয়াম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। খবর বিডিনিউজের।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে সভাপতি হয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন সরকার। মো. সাইফুল্লাহকে দেওয়া হয়েছে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব। তিনি মুহসিন হল ছাত্র সংসদের সমাজসেবা পদে নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র-ভারত ১০ বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি
পরবর্তী নিবন্ধআনোয়ারায় টেক্সিতে যাত্রীবেশে ডাকাতি,জনতার হাতে আটক ১