জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

| রবিবার , ১ মে, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

 

আজ রোববার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেলে কাল সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার (৩ মে)

পবিত্র ঈদুল ফিতর সোমবার না মঙ্গলবার তা জানা যাবে আজ রোববার। এ দিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে রোববার (আজ) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। খবর বাসসের।

সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২২২৩৩৮১৭২৫, ০২৪১০৫০৯১২, ০২৪১০৫০৯১৬ ও ০২৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২২২৩৩৮৩৩৯৭ ও ০২৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাঙ করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

পূর্ববর্তী নিবন্ধপুত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামের অর্ধ-শতাধিক গ্রামে কাল ঈদ