জাতীয় গণিত অলিম্পিয়াডের সেরা পাঁচে ইডিইউর তানজিম

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

১২তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে চট্টগ্রাম থেকে একমাত্র প্রতিযোগী হিসেবে সেরা পাঁচে স্থান করে নিয়েছেন ইডিইউর শিক্ষার্থী তানজিম মুশফিক আহমেদ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক পর্যায়ের এ শিক্ষার্থী জাতীয় এ প্রতিযোগিতায় অর্জন করেছে ৫ম স্থান। তানজিম গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইডিইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজিম উদ্দিন। এ অলিম্পিয়াডে ইডিইউ থেকে পাঁচজন শিক্ষার্থী অংশ নেয়। এ দলের দায়িত্বে ছিলেন ইডিইউ স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার মাসকি চৌধুরী সূর্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগৌরাঙ্গ নিকেতনে সাধু ও বৈষ্ণব সম্মেলন
পরবর্তী নিবন্ধএবি মিউজিক স্টেশনের গুণীজন সম্মাননা