বাংলাদেশ খো খো ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মার্কেন্টাইল ব্যাংক এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অষ্টম জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ (পুরুষ) বিভাগে চট্টগ্রাম জেলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। আনসার ও ভিডিপি দল শিরোপা লাভ করে। গত শনিবার পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আনসার ভিডিপির কাছে ২৭–১৬ পয়েন্টে পরাজিত হয় চট্টগ্রাম জেলা দল। মহিলা বিভাগে ও শিরোপা লাভ করে আনসার ভিডিপি দল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খো খো ফেডারেশনের সভাপতি এ এইচ এম জিয়াউল হক। এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মুক্তাদির বেলাল, সদস্য সচিব মতিউর রহমান বাবুল ও খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর কায়সার সাদিক, স্পন্সর প্রতিনিধি সহ ফেডারেশনের কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারবৃন্দ। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার ও কোচের দায়িত্ব পালন করেন যথাক্রমে মুজিবুর রহমান ও শাহজালাল উদ্দিন।










