জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিন ঢাকার

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

২৭তম জাতীয় ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের প্রথম দিন নিজেদের করে রাখে ঢাকা বিভাগ। আনিসুল ইসলাম ও মার্শাল আইয়ুবের জোড়া সেঞ্চুরিতে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে প্রথমে ব্যাট করে ঢাকা। আর প্রথম দিন শেষে ৮১ ওভারে ২ উইকেটে ৩৫৬ রান করেছে তারা। ওপেনার আনিসুল ইসলাম ১৮৩ ও মার্শাল আইয়ুব ১০৯ রানে অপরাজিত আছেন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭১ রানের সূচনা করেন ঢাকার দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও আনিসুল। ৫টি চারে ২৭ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে আসেন শিবলি। এরপর ফয়সাল আহমেদ রায়হান ৯ ও জিশান আলম ২২ রানে আউট হলে জুটি বাঁধেন আনিসুল ও মার্শাল। চট্টগ্রাম বোলারদের শক্ত হাতে সামাল দিয়ে দু’জনই সেঞ্চুরি তুলে নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৪তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান আনিসুল। ১৩৭ বল খেলে আনিসুল যখন সেঞ্চুরির করেন, অন্যপ্রান্তে ২৯ রানে ছিলেন মার্শাল। অবশেষে ১১৯ বলে ক্যারিয়ারের ১৭৬তম ম্যাচে ২৯তম শতক পূর্ণ করেন মার্শাল। দিন শেষে অপরাজিত থাকেন এই দুই ডানহাতি ব্যাটার। ডাবলসেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে দিন শেষ করেছেন আনিসুল। ১৮টি চার ও ৫টি ছক্কায় ২২৭ বলে ১৮৩ রানে অপরাজিত আছেন তিনি। ১২টি বাউন্ডারিতে ১৩২ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মার্শাল। ১৫৩ রানে দ্বিতীয় উইকেট পতনের পর তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২০৩ রানের জুটি গড়েছেন আনিসুল ও মার্শাল। ইরফান হোসেন ও নাইম হাসান ১টি করে উইকেট নেন।

পূর্ববর্তী নিবন্ধকাসেম আলী রানার উপন্যাস ‘কালো পুতুল’
পরবর্তী নিবন্ধএকাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের বাছাই ১১ ও ১৩ ডিসেম্বর