জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম-বরিশালের ড্র

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:৪১ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম ড্র’র স্বাদ নিয়েছে চট্টগ্রাম বিভাগ ও বরিশাল বিভাগ। প্রথম রাউন্ডে চট্টগ্রাম ১১২ রানের বড় ব্যবধানে হারায় রাজশাহী বিভাগকে। নিজেদের প্রথম ম্যাচে খুলনা বিভাগের কাছে ৭ উইকেটে হেরেছিল বরিশাল। তাই ২ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বরিশাল। কঙবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় তৃতীয় দিন মাত্র ১৫ ওভার খেলা হয়। এসময় চট্টগ্রামের ৩৫৮ রানের জবাবে দিন শেষে ৫৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করেছিল বরিশাল। ৮ উইকেট হাতে নিয়ে ১৯২ রানে পিছিয়ে ছিল তারা। দুই ব্যাটার জাহিদুজ্জামান ৩২ ও সালমান হোসেন ইমন ৭৫ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিন সালমানের দারুণ সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৫৯ রানে ইনিংস ঘোষণা করে বরিশাল। ১২টি চারে ২৪২ বলে অনবদ্য ১২০ রান করেন সালমান। ৪৩ রানে আউট হন জাহিদুজ্জামান। চট্টগ্রামের হাসান মুরাদ ২টি, এনামুল হক ও নাইম হাসান ১টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৯৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ৪ ওভার ব্যাট করে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। এসময় বিনা উইকেটে ৩৫ রান করে তারা। মাহমুদুল হাসান জয় ২৫ ও সাদিকুর রহমান ১০ রানে অপরাজিত থাকেন। ১৩৫ রানের টার্গেট রান তাড়া করতে নেমে ৯ ওভার ব্যাট করে বিনা উইকেটে ১৯ রান করে বরিশাল। এরপর দু’দল ম্যাচটি ড্র মেনে নেয়। অপরাজিত ১২০ রানের সুবাদে ম্যাচ সেরা হন বরিশালের সালমান।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নারী ক্রিকেট লিগে অংশ নিতে সাভার গেল চট্টগ্রাম বিভাগীয় দল
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল টিম ডিরেক্টর রাজ্জাক